নিউ ইয়ার্ক টাইমস ইমেইল লিখেছে , যারা সাবস্ক্রাইব করা বন্ধ করে দিচ্ছেন তারা সিদ্ধান্ত পুনবিবেচনা করলে কতৃপক্ষ বহারকারীদের কিছু সুবিধা দেবে। চিঠিতে বলা হয়েছে, তাদেরকে ৩ মাসের জন্য অর্ধেক দামে পত্রিকা দেয়া হবে। এ মেইলটি পাঠানোর কথা ছিল ৩০০ কাছে, ভুলক্রমে তা চলে গেছে ই মেইল মাকেটিং লিস্টে থাকা ৮০ লাখ জনের কাছে।
সোশাল নেটওয়ার্কং সাইট টুইটার এবং ফেইসবুকে এ ঘটনাটিকে হ্যাকার আক্রমণ বলে অ্যাখা দেয়া হচ্ছিল। পরে ভুল ধরা পড়েছে।
এদিকে, এক বিবৃতিতে ভুল স্বীকার করে দুঃখপ্রকাশ করেছে নিউ ইয়র্কর্ টাইমস। তারা বলেছে, একটা ভুল হয়ে গেছে। কোনো হ্যাকার এটা করেনি এবং নিরাপত্তাও ঠিক আছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment