আর্থফ্লাইট নামে বিশেষ এক যানে করে আকাশে পাখিদের সঙ্গী হয়েছেন ক্রিসটিয়ান মুলেক। উড়ছেন তাদের সঙ্গে। শুধু তা-ই নয়, পাখিদের ওড়াচ্ছেনও মুলেক। পাখিগুলো তাঁকে অনুসরণ করছে। উড়ছে তাঁর দেখানো পথে।
ক্রিসটিয়ান নিজের সঙ্গে একটি আইপ্লেয়ার লাগিয়েছেন। ফলে আকাশে তাঁর বিচরণ দেখা যাচ্ছে অনলাইনেও। ভিডিও ক্লিপে দেখা গেছে পাখিরা লন্ডন সিটি এয়ারপোর্ট পার হয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাখিদের সঙ্গে মুলেকের বিচরণ।
0 comments:
Post a Comment