এ প্রতিবেদন লেখার সময় বিস্ময় বালিকার ৩৬ সেকেন্ডের এই ভিডিওটি ইউটিউবে দেখেছে প্রায় ১৮ লাখ লোক। জনপ্রিয়তার দিক থেকে ইউটিউবের ভিডিওগুলোর মধ্যে আজ এটির অবস্থান ছিল দ্বিতীয়। বিরল প্রতিভার অধিকারী বালিকাটির পরিচয় অবশ্য পাওয়া যায়নি।
ভিডিওতে দেখা যায়, লাজুক মুখে ক্যামেরার সামনে বসে আছে বালিকাটি। গান শুরু হতেই হাস্যোজ্জ্বল মুখে নিজের প্রতিভার ঝলক দেখাতে থাকে সে। বাঁ চোখের ভ্রূ ওঠানামা করিয়ে শুরু। ভিডিওর শেষে দেখা যায়, গানের তালে একসঙ্গে দুই চোখের ভ্রূ নাচাচ্ছে এ বিস্ময় বালিকা।
prothom-alo
0 comments:
Post a Comment