জার্ভিস-এর বান্ধবী সদ্য পাওয়া হীরার আংটির ছবিসহ কোথা থেকে সেটি পেয়েছেন তা নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেন। এদিকে, পুলিশ ফেইসবুকে আংটি দেখেই বমাল গ্রেপ্তার করে জার্ভিসকে।
৩২০০ মার্কিন ডলার মূল্যের হীরার এ আংটি চুরির অভিযোগ আনা হয়েছে জার্ভিস-এর বিরুদ্ধে।
পুলিশ বলছে, জার্ভিস তার বান্ধবীকে চুরি করা হীরার আংটি দিয়েই বিয়ের প্রস্তাব করেছিলেন। কিন্তু তার বান্ধবী সে আংটির ছবিসহ ফেইসবুকে স্ট্যাটাস দিলেই পুলিশ জার্ভিসকে শনাক্ত করে।
জানা গেছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর সময়ও জার্ভিসের বান্ধবীর হাতে আংটি পরা ছিলো। তবে, চুরির বিষয়টি সে জানতো না বলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment