রয়্যাল বোটানিক গার্ডেনস, কিউ-এর বিজ্ঞানীরা এ অর্কিডের সন্ধান পেয়েছেন। এ অর্কিড প্রথম আবিষ্কার করেছিলেন ডাচ অর্কিড বিশেষজ্ঞ অ্যাড দ্য ভোগেল। পাপুয়া নিউগিনির কছে অবস্থিত নিউ ব্রিটেন নামের একটি দ্বীপে এ অর্কিডের সন্ধান পেয়েছিলেন তিনি। এ অর্কিডকে পরে রয়্যাল বোটানিক গার্ডেনস, কিউ-এর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, এ প্রজাতির অর্কিডই এখন পর্যন্ত খুঁজে পাওয়া অর্কিডের মধ্যে আলাদা।
গবেষকরা জানিয়েছেন, Bulbophyllum nocturnum।
অর্কিডের বিশেষ এই ফুল বিষয়ে গবেষকরা জানিয়েছেন, ফুল রাত দশটার পরে ফোটে। কমনীয় এ ফুল আবার ভোর হবার আগেই ঝরে পড়ে। ফুল দেখতে অনেকটাই বৈদ্যুতিক বাতির মতো।
চাঁদের আলোতে ফোটে বলেই এর নাম ‘মুন ফ্লাওয়ার’ রেখেছেন গবেষকরা।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘লিলেন সোসাইটি’ সাময়িকীতে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment