পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালাকার ২০০৫ ওয়াইইউ ৫৫ নামের একটি গ্রহাণু। এ গ্রহাণুটি ০৯ নভেম্বর পৃথিবীর কাছ ঘেঁষে চলে যাবে। এ গ্রহাণুটি পৃথিবীতে পড়লে বিশাল ধ্বংসযজ্ঞ তৈরি হবে। কিন্তু গবেষকরা বলছেন, গ্রহাণু পৃথিবীতে পড়লেও খুব বেশি ক্ষতি হবে না।
ইউনিভার্সিটি অফ মিউনিখ-এর গবেষকদের দাবী, গ্রহাণু পৃথিবীতে পড়ার ফল কি হবে সে বিষয়ে যে গবেষণা করা করা হয়েছিলো তাতে শুধু সমান্তরাল এবং ভূপৃষ্ঠের ওপর প্রভাব বিষয়টিই ভাবা হয়েছিলো। কিন্তু গ্রহাণু আঘাত হানলে সমান্তরাল শক ওয়েভ তৈরি না করে বরং উপবৃত্তাকার তরঙ্গ তৈরি করবে ফলে ক্ষতি হবে কম।
এদিকে ২০০৫ ওয়াইইউ ৫৫ গ্রহাণুটি পৃথিবীতে পড়লে আড়াই মাইল ব্যাসার্ধের একটি গর্ত তৈরি হবে, সাত মাত্রার ভুমিকম্প এবং ৭০ ফুট সুনামি তৈরি হতে পারে বলেই গবেষকদের তৈরি মডেলে দেখানো হয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment