যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি ভবিষ্যৎবক্তার নাম রে কার্জওয়েল।
রে কার্জওয়েলের দাবী, ২০২৯ সালের মধ্যেই মানুষের ক্ষমতাকে ছাড়িয়ে যাবে কম্পিউটারের ক্ষমতা।
কার্জওয়েল বলেছেন, চলতি শতকের প্রথমার্ধ হচ্ছে ‘সিংগুলারিটি’ দশা। যার অর্থ এ সময়টাতে প্রযুক্তির দ্রুত উন্নতি ঘটবে। এর ফলে কম্পিউটার এতোটাই বুদ্ধিমান হয়ে দাঁড়াবে যে, মানুষের সাহায্য ছাড়াই কম্পিউটার নিজের কাজ সেরে ফেলতে সক্ষম হবে।
২০২৯ সালেই মানুষ অমর হয়ে যাবে এবং মানুষের মধ্যে বিশাল পরিবর্তন আসবে বলেও দাবী করেছেন কার্জওয়েল।
আমরা যদি কৃত্রিম বুদ্ধিমত্তা না বাড়াতে পারি তবে কম্পিউটার আমাদের শরীরে এবং মস্তিষ্কে প্রবেশ করে আমাদের পরিবর্তনের গতিটাকে বাড়িয়ে দেবে বলেও তিনি ধারণা করছেন। অবশ্য মানুষের শরীরে কম্পিউটারের অনুপ্রবেশ কিভাবে ঘটবে সেটির ব্যাখ্যা তিনি দেননি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment