‘স্টেট অফ দ্য ব্লগস্ফেয়ার ২০১১’ নামে ব্লগ বিষয়ে গবেষণা চালিয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাড নেটওয়ার্কের বৃহত্তম সাইট টেকনোরাটি মিডিয়া।
গবেষণায় ফল বলছে, নিউ মিডিয়ার যুগে নারীর অংশগ্রহন বাড়ছে। এ ছাড়াও অন্যান্য মিডিয়াগুলোও এখন ব্লগসাইটের দিকে ঝুঁকছে যাতে তাদের নিজস্ব সাইটের বাইরেও কমিউনিটি তৈরি হয়।
লস অ্যাঞ্জেলেসে ৪ নভেম্বর অনুষ্ঠিত এবারের ব্লগ ওয়ার্ল্ড অ্যান্ড নিউ মিডিয়া এক্সপোতে টেকনোরাটি’র বার্ষিক এ জরিপের ফল প্রকাশিত হয়েছে।
ব্লগ ওয়ার্ল্ড অ্যান্ড নিউ মিডিয়া এক্সপো‘র সহ প্রতিষ্ঠাতা এবং সিইও রিক কালভার্ট বলেছেন, ‘ফেসবুক এবং টুইটার একমত না হলেও এখনও সোশ্যাল মিডিয়ার প্রাণকেন্দ্র হচ্ছে ব্লগ। বিখ্যাত সংবাদমাধ্যমগুলোও এখন ব্লগের জন্য হুমড়ি খেয়ে পড়ছে।’
ব্লগ সাইটগুলোতে লেখালেখি করে অনেকেই আয়ের পথ করে নিচ্ছেন, এছাড়াও বিজ্ঞাপন এবং ব্র্যান্ড প্রচারণার কাজেও ব্লগকে কাজে লাগানো হচ্ছে। ব্লগে পুরুষের সংখ্যাধিক্য থাকলেও নারীরা ক্রমশ উঠে আসছে বলেই গবেষণার ফল দেখাচ্ছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment