টিন
সেনসেশন জাস্টিন বিবারের ইউটিউব ভিডিও জনপ্রিয়তায় রেকর্ড গড়েছে। তার
ইউটিউব ভিডিওটি এখন পর্যন্ত দেখা হয়েছে ২০০ কোটি বার। খবর প্রেস ট্রাস্ট অফ
ইন্ডিয়া-এর।২০০৮ সালে জাস্টিন বিবারের ভিডিও ইউটিউবে পোস্ট করেন বর্তমানে তার ম্যানেজারের দায়িত্ব পালন করা স্কুটার বরুন। ২০১০ সালে ইউটিউবে ১ বিলিয়নের মাইলফলক স্পর্শ করেছিলেন লেডি গাগা। বিবার এবারে লেডি গাগার রেকর্ড ছাড়িয়ে গেলেন।
নিজের চ্যানেলের হিট রেকর্ড করায় বিবার টুইটারে তার ১ কোটি ৩৯ ভক্তকে ধন্যবাদ দিয়েছেন।
টুইটারে বিবার লিখেছেন, ‘আমি ভক্তদের ভালবাসি এবং ভালবাসি সঙ্গীত। সবার মধ্যে আমার স্বপ্ন ছড়িয়ে দিতে সাহায্য করার জন্য ভক্তদের ধন্যবাদ। আমার অ্যালবামটির জন্য আমি গর্বিত। আমার আশা সবারই এটা ভালো লাগবে।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment