সম্প্রতি
যুক্তরাজ্যের গবেষকরা টয়লেটে বসে গেম খেলার প্রযুক্তি উদ্ভাবন করেছেন।
টয়লেটে গিয়ে বিরক্তি দূর করতেই এমন প্রযুক্তি তৈরি করেছেন গবেষকরা।
প্রকৃতির ডাকে সাড়া দেবার সময় দেয়ালে রাখা ডিভাইসে গেমটি খেলা যাবে। খবর
বিবিসি অনলাইন-এর।যুক্তরাজ্যের ক্যাপটিভ মিডিয়া নামের একটি প্রতিষ্ঠান এ অদ্ভুতুড়ে গেম প্রযুক্তি নিয়ে এসছে। একে বলা হচ্ছে, প্রথম হ্যান্ডসফ্রি ভিডিও গেমিং কনসোল।
গেম খেলতে হলে টয়লেটের সিরামিক ইউরিনাল বোল-এর ওপর হিসু করতে হবে। আর হিসু কোথায় গিয়ে পড়ছে সে হিসেবেই ইনফ্রারেড গেমটি চালানো যাবে।
গেমটি খেলার পর যার যার স্কোর টুইট করা যাবে বা লিডার বোর্ডে দেখানো হবে।
গেমিং কনসোলে রয়েছে ১২ ইঞ্চি এলসিডি স্ক্রিন যা শক্ত কাঁচের নীচে বসানো রয়েছে যাতে সহজে পরিষ্কার করা সম্ভব হয়। গেমটির সেন্সর ইউনিটে কোনো স্পর্শ করার প্রয়োজন পড়েনা। এমনকি গেম নিয়ন্ত্রনে কোনো ক্যামেরাও ব্যবহার করা হয়নি।
এ গেমিং ডিভাইসটিতে ইনটেল অ্যাটম ডুয়াল কোর মাইক্রোপ্রসেসর এবং অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ৭ ব্যবহার করা হয়েছে।
ক্যাপটিভ মিডিয়া’র পরিচালক গর্ডন ম্যাকসোয়েন জানিয়েছেন, পুরুষের পাশাপাশি নারীদের টয়লেটেও এ গেমিং কনসোল ইনস্টল করা যাবে।‘
প্রকৃতির ডাকে সাড়া দেবার জন্য প্রয়োজন যতোটুকু সময় এই গেমের আয়ু মোটেও তার বেশি নয়!
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/



0 comments:
Post a Comment