অ্যাসাঞ্জ অভিনীত এ ছবিটি পরিচালনা করবেন মনি শঙ্কর। জানা গেছে, অ্যাসাঞ্জকে অভিনয়ে রাজী করাতে ইতোমধ্যে পরিচালক মনি শঙ্কর গোপনে দুবার তার সঙ্গে সাক্ষাৎও করেছেন। মনি শঙ্করের প্রস্তাবে রাজীও হয়েছেন অ্যাসাঞ্জ।
মনি শঙ্করের দাবী, ভারতের সবচেয়ে বড়ো রাজনৈতিক থ্রিলার মুভি তৈরি করতে যাচ্ছেন তিনি যাতে অ্যাসাঞ্জকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
জুলিয়ান অ্যাসাঞ্জ ছাড়াও মনি শঙ্করের মুভিতে দেখা যাবে ভারতের বিখ্যাত সমাজকর্মী আরভিন্দ কেজরিওয়ালকে। মুলত এ দুজনকে নিয়ে ছবি শুরু হবে একথা জানালেও ছবির মুল কাহিনী বিষয়ে মুখ খোলেননি মনি শঙ্কর।
অ্যাসাঞ্জ সরসারি শুটিংয়ে অংশ নেবেন না। বরং তিনি ভার্চুয়াল পদ্ধতি ব্যবহার করে গুরুত্বপুর্ণ ভূমিকায় থাকবেন বলেই নিশ্চিত করেছেন পরিচালক। ছবিটি প্রযোজনা করবে বলিউডের কোনো বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান। তবে সে প্রতিষ্ঠানের নাম এখনও প্রকাশ করা হয়নি।
ছবিতে ইরফান খান ছাড়াও রনবীর কাপুর, জন আব্রাহাম, নীল নিতীশ মুখেশও অভিনয় করতে পারেন। ভারতের বাস্তব জগতের রাজনীতিবিদদের চরিত্রে দেখা যাবে বলিউডের এ তারকাদের। অ্যাসাঞ্জ হয়তো তার নিজের ভূমিকায় অভিনয় করতে পারেন বলেই খবর রটেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment