রয়টার্স জানায়, ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সম্প্রতি অনুষ্ঠিত হয় অ্যাপেক শীর্ষ সম্মেলন। ওই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রেসিডেন্ট ওবামা। সেদিন রেন টিভিতে ওই খবরটিই পাঠ করছিলেন লিমানোভা। আর ওবামার নাম উচ্চারণ করতেই হাতের মধ্যমা উঁচু করেন তিনি। অনেকের ধারণা ওবামাকে হেয় করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই কাজটি করেন লিমানোভা।
রেন টিভি গত বৃহস্পতিবার অবশ্য বলেছে, লিমানোভাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে রেন টিভির একজন মুখপাত্র বলেন, এ ঘটনার পেছনে অসাধু কোনো উদ্দেশ্য ছিল না। লিমানোভা সংবাদ কক্ষে সম্পাদনার দায়িত্বে থাকা সহকর্মীদের উদ্দেশে তখন ইঙ্গিত করেছিলেন। আর খবরটি যে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল, লিমানোভাও সে ব্যাপারে অবহিত ছিলেন না।
ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলা নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে টানটান উত্তেজনা চলছে। এ ঘটনাকে কেন্দ্র করেই বিষয়টিকে বাঁকা চোখে দেখতে শুরু করেছে অনেকে। কারণ, রেন টিভির মালিক ধনকুবের ইউরি কোভালচুককে দেশটির প্রতাপশালী প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে বিবেচনা করা হয়।
রেন টিভি রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোতেই সম্প্রচারিত হয়। রাশিয়ায় গণমাধ্যমের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ থাকলেও নিরপেক্ষ সংবাদমাধ্যম হিসেবে রেন টিভির সুনাম রয়েছে।
0 comments:
Post a Comment