প্রসঙ্গত, এ বছরই প্রথম এই চলচ্চিত্র উত্সবে সেরা ছবির পুরস্কার দেওয়া শুরু হলো।
সমাপনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি এখনো তাঁর চোখে ভাসে। সেই সময় ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ আর ‘শোন একটি মুজিবের কণ্ঠ’ গান দুটি মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। মমতা আরও বলেন, আগামী বছর সাত দিনই এই উৎসব চলবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। এতে করে বহু মানুষ এই উৎসব দেখার সুযোগ পাবে।
কলকাতার এই চলচ্চিত্র উৎসব শুরু হয় ১০ নভেম্বর। উৎসবে যোগ দেয় ৫০টি দেশের ১৫৩টি ছবি। বাংলাদেশ থেকে যোগ দেয় তিনটি ছবি। ছবিগুলো হলো নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ‘গেরিলা’, নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুব সাঁতার’ ও রুবাইয়াত হোসেন পরিচালিত ‘মেহেরজান’। প্রথম আলো
0 comments:
Post a Comment