অমিতাভ জানান, এখনো তার নাম রাখা হয়নি, শিগগিরই তার নাম রেখে টুইটারে জানিয়ে দেওয়া হবে। ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও নাতনিকে নিয়ে মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতাল থেকে গতকাল মঙ্গলবার বাড়ি ফিরেছেন অমিতাভ।
অমিতাভ বলেন, ‘স্বাভাবিকভাবেই বাচ্চা হয়েছে ঐশ্বরিয়ার। মা-মেয়ে মাত্র বাড়ি এল। ভালো আছে তারা।’
তিনি বলেন, ‘হাসপাতাল থেকে ফিরে প্রথমে আমরা প্রতীক্ষায় যাই; কেননা, সেটাই আমাদের আদি বাড়ি। তারপর এখনকার বাড়ি জলসায় আসি।’
নবজাতক দেখতে কেমন হয়েছে—জানতে চাইলে বিগ বি বলেন, ‘আমার মনে হচ্ছে, মেয়ে দেখতে হুবহু তার মা ঐশ্বরিয়ার মতো...চোখ, সবকিছু। তবে পরিবারের কেউ কেউ বলছে, মেয়ের মুখে বাবা অভিষেকের আদল আছে।’
বাবার পাশে বসা গর্বিত বাবা অভিষেক মেয়ের প্রশংসা করে বলেন, ‘সে খুবই লক্ষ্মী, বাধ্য আর একদম কাঁদে না।’ মেয়ের এখনো নাম রাখা হয়নি। তবে নাম রাখার সময় কোনো অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা তাঁদের নেই।
অমিতাভ জানান, অভিষেক-ঐশ্বরিয়া দুজনেই চান তাঁদের মেয়ের নাম ‘এ’ দিয়ে হোক। মেয়ের নাম রেখে টুইটারে জানিয়ে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনের পর অফ হোয়াইট রঙের সালোয়ার-কামিজ পরা ঐশ্বরিয়া এক ঝলক দেখা দিয়ে গেছেন। অভিষেকের সঙ্গে ছবিও তুলেছেন। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেনি। তাঁর হয়েই অভিষেক জানিয়ে দিয়েছেন, ‘সে খুবই ক্লান্ত। তবে একই সঙ্গে উচ্ছ্বসিত ও আনন্দিত।’ টাইমস অব ইন্ডিয়া।
0 comments:
Post a Comment