চীনের এক শিক্ষার্থী পুরোনো যন্ত্রাংশ ব্যবহার করে নিজেই বানিয়ে ফেলেছেন একটি ট্যাবলেট কম্পিউটার। আইপ্যাড কিনতে অসমর্থ ওই তরুণ বান্ধবীকে খুশি করতে নিজের তৈরি ট্যাবলেটটিই উপহার দিয়েছেন। খবর সিনেট-এর।চীনের নর্থইস্ট নর্মাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উই জিংলং তার বান্ধবী সান সুসাকে খুশি করার পথ খুঁজছিলেন। কিন্তু সুসাকে খুশি করতে হলে অ্যাপলের তৈরি একটি আইপ্যাড উপহার দেয়া ছাড়া গত্যন্তর ছিলো না। এদিকে অতো দামী ট্যাবলেট কেনার সামর্থ্য না থাকায় অনলাইন ঘেঁটে ট্যাবলেট তৈরির পদ্ধতিগুলো শিখে নেন উই জিংলং। তারপর পুরোনো যন্ত্রাংশ কমদামে কিনে সেগুলো দিয়ে তৈরি করে ফেলেছেন একটি সচল ট্যাবলেট।
জিংলং-এর তৈরি ট্যাবলেটটি উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে চলে কিন্তু এতে ব্যবহৃত হয়েছে অ্যাপলের লোগো। এর টাচস্ক্রিন ব্যবহার করে গেম খেলা, মুভি দেখা বা ডাউনলোডের মতো কাজও করা যায়।
ট্যাবলেট তৈরিতে উই-এর মোট খরচ হয়েছে ১২৫ ডলার।
আইপ্যাড কিনতে না পারলেও বান্ধবীকে ঠিকই খুশী করতে পেরেছেন এই তরুণ প্রেমিক। জিংলং-এর নিজের তৈরি ট্যাবলেট উপহার পেয়ে উচ্ছসিত সুসা মন্তব্য করেছেন, ‘আমি যতোগুলো উপহার পেয়েছি তার মধ্যে এটিই সেরা। আমি চিরদিন এটা রেখে দেবো।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment