শিলা সিলবেরি
এভাবে কেটে গেল দুই দিন। এর মধ্যে হয়তো মাকে ডাকাডাকিও করেছিল সে। কিন্তু মা সাড়া দেননি। দেবেন কী করে, তিনি তো আর জীবিত নেই। দুই দিন পর পুলিশ গিয়ে নিঃসঙ্গ শিশু ও তাঁর মায়ের লাশ উদ্ধার করে।
নিউজিল্যান্ডের ওয়েলিংটন শহরের অদূরে আপার হুট শহরে ঘটেছে এ ঘটনা। গত ২১ অক্টোবর পরিবারের লোকজনের কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ২৮ বছর বয়সী মা লরেন সিলবেরির লাশ উদ্ধার করে। উপুড় হয়ে পড়ে ছিল তাঁর প্রাণহীন দেহ। তবে তাঁর মৃত্যু সন্দেহজনক বলে মনে করছে না পুলিশ।
পুলিশ জানায়, লরেন সিলবেরির তিন বছরের মেয়ে শিলা সিলবেরি একটি কফির টেবিল ঠেলে এনে দরজার ছিটকিনি খুলে দেয়। এরপর সে বলতে থাকে, ‘আম্মু উঠছে না।’
শিলা সিলবেরির নানি হিদার সিলবেরি বলেন, ‘ঘরের ফ্রিজ থেকে দুধ ও পনির বের করে খেয়ে বেঁচেছিল শিলা।’
তবে পুলিশ জানায়, শিলার দেহ পানিশূন্য হয়ে পড়েছিল। এ জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
লরেনের ভাই পেট সিলবেরি জানান, প্রতি রাতে তিনি ফোনে বোনের সঙ্গে কথা বলতেন। পরপর দুই দিন তাঁকে ফোনে না পেয়ে তাঁরা চিন্তায় পড়ে যান। এরপর বোনের প্রতিবেশী এক বন্ধুকে তাঁর খোঁজ নিতে অনুরোধ করেন। তখন ওই বন্ধু লরেন সিলবেরির বাড়িতে গিয়ে দেখেন দরজা বন্ধ, বাড়িতে কারও সাড়া নেই। পরে এক ফোকর দিয়ে তিনি শিলাকে দেখতে পান। বিষয়টি পেটকে জানানোর পর তিনি এ ব্যাপারে টেলিফোনে পুলিশকে জানান।
পুলিশ জানায়, শিলার মায়ের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে হূদেরাগে বা মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে হয়তো সঠিক কারণ জানা যাবে। টাইমস অব ইন্ডিয়া, নিউজিল্যান্ড হেরাল্ড ডটকম।
0 comments:
Post a Comment