নতুন এ গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে প্রতিবছর জানালা থেকে পড়ে যাওয়া পাঁচ হাজার ২০০ শিশু হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সা নেয়। এ হিসাবে প্রতিদিন ১৪ জন শিশু জানালা দিয়ে পড়ে যায়। এ গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি পেডিয়াট্রিকস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
ওই গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনওয়াইড চিলড্রেন্স হসপিটালের সেন্টার ফর ইনজুরি, রিসার্চ অ্যান্ড পলিসির পরিচালক বলেন, জানালা দিয়ে পড়ে শিশু মারাত্মকভাবে আহত হচ্ছে। যদিও এ সংখ্যা আস্তে আস্তে কমছে।
বর্তমানে পাঁচ শতাংশ আহত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে জানালা থেকে পড়ে যাওয়া শিশুর হাসপাতালে ভর্তি হওয়ার হার ২৫ শতাংশ। আর জানালা দিয়ে পড়লে অনেকই শিশুই বেঁচে থাকতে পারে না। তিনি জানান, ১৯৯১ সালে ম্যানহাটনের ভবনের ৫৩ তলা থেকে পড়ে গিটারবাদক এরিক ক্লাপটনের চার বছরের শিশুসন্তানের মৃত্যু হয়। মূলত ওই সময় থেকেই জানালায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের বিষয়টি আলোচনায় আসে।
টাইম অনলাইনের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের বাড়ির মালিকদের জানালায় আরও শক্ত প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। এতে জানালাগুলোকে কারাগারের মতো মনে হলেও, শিশুদের সুরক্ষা দেওয়াই এর মূল উদ্দেশ্য।
ইতিমধ্যে মা-বাবাদের সচেতন করতে নিউইয়র্কে ‘চিলড্রেন কান্ট ফ্লাই’ এবং বোস্টনে ‘কিডস কান্ট ফ্লাই’ নামে দুটি সচেতনতামূলক অনুষ্ঠান দেখানো হচ্ছে। আর উঁচু ভবনগুলোতে যারা থাকে, তাদের সচেতনতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এতে সুফলও পাওয়া যাচ্ছে। জানালা দিয়ে পড়ে যাওয়া শিশুর সংখ্যা কমতে শুরু করেছে। শিশুরাও যাতে জানালা বেয়ে উঠতে না পারে সেজন্য মা-বাবারা নানা ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছেন।
0 comments:
Post a Comment