বিশ্বের
সর্ববৃহৎ কম্পিউটার এবং ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ড
(এইচপি)-এর এক্সিকিউটিভ চেয়ারম্যান ক্যামেরায় ধরা পরেছেন অ্যাপলের তৈরি
ম্যাকবুক এয়ার ব্যবহার তরার সময়। খবর সিনেট-এর।প্রতিষ্ঠানের চেয়ারম্যান যদি প্রতিপক্ষের ডিভাইস ব্যবহার করেন তবে সে প্রতিষ্ঠান ভালো করবে কিনা এ প্রসঙ্গে রে লেন জানিয়েছেন,‘এইচপি অ্যাপলের ম্যাকবুক এয়ারের সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে পারে এমন ডিভাইস তৈরির কাজ করছে। এ ডিভাইসটির নাম হবে ‘ফোলিও ১৩’।
ফোলিও ডিভাইসটি হবে ম্যাকবুক এয়ারের মতোই। ডিভাইসটির দাম হবে ৪০০ ডলার।
অ্যাপলের পণ্যের মতোই পণ্য তৈরি করতে ব্যক্তিগতভাবে ম্যাকবুক এয়ার ব্যবহার করছেন কিনা রে লেন সে বিষয়ে কোনো তথ্য জানাননি। তবে, বিভিন্ন সাইটের প্রযুক্তিবিশ্লেষকরা বলছেন, রে লেন কি নিজে ব্যক্তিগত ব্যবহারের জন্য ‘ফোলিও ১৩’ ব্যবহার করবেন? এ প্রশ্নটি থেকেই যাচ্ছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment