গবেষকরা এমন কন্ট্যাক্ট লেন্স তৈরি করেছেন যাতে ডিজিটাল পদ্ধতিতে ই-মেইল পড়া, সোশাল নেটওয়ার্কিং চালানো, এমনকি টেলিভিশনও দেখা যাবে। গবেষকদের মতে, কন্ট্যাক্ট লেন্সটি রেটিনায় ডিজিটাল ছবি দেখাবে। খবর সিএনএন-এর।
ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এবং ফিনল্যান্ডের আলটো ইউনিভার্সিটির গবেষকরা বিশেষ এই কন্ট্যাক্ট লেন্সের প্রটোটাইপ পরীক্ষায় সফল হয়েছেন।
গবেষকরা বলছেন, ভবিষ্যতে মেইল, সংবাদ বা সোশাল নেটওয়ার্কিং-এর মতো কাজে কম্পিউটার বা মোবাইলে লগ ইন করার প্রয়োজন পড়বে না। বিভিন্ন মেসেজ বা ছবি কম্পিউটার পদ্ধতিতেই চোখের লেন্সে ভেসে উঠবে। এ ডিভাইসটিকে বলা হচ্ছে ‘হ্যান্ডস ফ্রি’। সাধারণ লেন্সের মতোই কাজ করে ডিভাইসটি। এতে এমনকি জুম করে দেখার অপশনও আছে।
গবেষকরা বলছেন, এ লেন্সটি শরীরের কোনো ক্ষতিও করবে না।
এই লেন্সের সঙ্গে জুড়ে দেওয়া রয়েছে একটি এলইডি লাইট, তার বিহীন তথ্য আদানপ্রদানে সক্ষম এমন অ্যান্টেনা এবং ইলেকট্রিক সার্কিট।
এ লেন্স ব্যবহার করে অন্য ডিভাইসেও তথ্য আদান-প্রদান করা যাবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/
0 comments:
Post a Comment