মোনা সিম্পসন লিখেছেন, স্টিভ মারা যাবার আগে বলেছিলেন, ‘Oh wow. Oh wow. Oh wow.’
মোনা সিম্পসন একজন উপন্যাসিক এবং স্টিভ জবসের বোন। টেক টাইটান এবং অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুর পর তার স্মরণে মোনা সিম্পসন নিউ ইয়র্ক টাইমসে একটি স্মরণিকা লিখেছেন। আর সেখানেই স্টিভের শেষবারের মতো বলা শব্দগুলোর তথ্য দিয়েছেন।
মোনা সিম্পসন আরো লিখেছেন, ‘তার যা করতে ভালো লাগতো তাই তিনি করতেন। কঠোর পরিশ্রম করতেন; প্রতিদিন।’
জবস এর মৃত্যুর মুহুর্তটি সম্পর্কে মোনা লিখেছেন, শেষ মুহুর্তটিতে স্টিভ একবার তার পাশে দাঁড়িয়ে থাকা বোন প্যাটি, ছেলেমেয়ে এবং স্ত্রী লরেনের দিকে তাকালেন। তারপর ঘাড়টা একটু ঘুরিয়ে শব্দগুলো উচ্চারণ করলেন।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment