ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-এর কম্পিউটার বিজ্ঞানী জন কুবিতাওইজ জানিয়েছেন, ডিএনএ-এর মতো এক অণু ওজন হলেও বাড়ে। ৪ গিগাবাইট স্টোরেজ ক্ষমতার ডিভাইসে ই-বুক ডাউনলোড করা হলে তা ই-বুক ডিভাইসটির ওজন বাড়িয়ে দেয়।
কুবিতাওইজ আরো জানিয়েছেন, নতুন ডেটা স্টোরেজ করার অর্থ হচ্ছে মেমোরি ডিভাইসের নির্দিষ্ট স্থানে ইলেকট্রন জমা হওয়া। আইনস্টাইনের E=mc² সূত্র প্রয়োগ করে দেখেছেন ৪ গিগাবাইট কিন্ডলের মেমোরি পূর্ণ করা হলে ডিভাইসটির ওজন বেড়ে যায়। আর ডেটার ওজন দাঁড়ায় or 0.000000000000000001g
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment