আজ বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নাজমা আকতারের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বিকেল সোয়া চারটায় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
প্রধানমন্ত্রী বলেন, মানি লন্ডারিং আইনসহ যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার দুই ছেলেসহ বিগত জোট সরকারের আমলে বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ জন্য প্রয়োজনীয় আইন, বিধান সংশোধন করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের সন্দেহজনক লেনদেন পর্যালোচনা করছে।
শেখ হাসিনা বলেন, এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট ১০টি দেশের আর্থিক গোয়েন্দা ইউনিটের সঙ্গে সমঝোতা সই করেছে।
নাজমা আকতার তাঁর প্রশ্নে জানতে চান, তারেক-কোকোর পাচার করা টাকার যেগুলো উদ্ধার হয়েছে, তা দিয়ে দেশের সাতটি বিভাগে দুর্নীতিবিরোধী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে কি না?
জবাবে প্রধান মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে সিঙ্গাপুরে পাচার করা ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ কোটি টাকা ফেরত এনে বাংলাদেশ ব্যাংকে জমা করা হয়েছে। এই টাকা দিয়ে দুর্নীতিবিরোধী সংগঠনের প্রচারণা ও দেশের সাতটি বিভাগে দুর্নীতিবিরোধী স্মৃতিস্তম্ভ নির্মাণ করার বিষয়ে বিবেচনা করে দেখা যেতে পারে।’
মেহের আফরোজের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, আগামী বছরের মার্চ মাস নাগাদ মেট্রোরেল নির্মাণের বিষয়ে জাপান সরকারের সঙ্গে লোন নেগোসিয়েশনের কাজ শেষ হবে। তিরি আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদেই মেট্রোরেলের কাজ শুরুর চেষ্টা চলছে। prothom-alo
0 comments:
Post a Comment