পরীক্ষার্থী নিজ আসনের অবস্থান জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ’ঘ’ ইউনিটের ওয়েবসাইট http://ghaunit.univdhaka.edu-তে জানতে পারবে। অথবা মুঠোফোনে (রবি, বাংলালিংক, সিটিসেল ও এয়ারটেল) আসনের অবস্থান জানতে চাইলে ম্যাসেজ অপসনে গিয়ে DU GHA টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে।
পরীক্ষার্থীরা কোনো অবস্থাতেই পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিকস রিসিভার নিয়ে প্রবেশ করতে পারবে না।
সিটপ্ল্যান দেখতে ক্লিক করুন
prothom-alo
0 comments:
Post a Comment