ডেভিড ক্যামেরন যখন নৈশভোজে অতিথিদের নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন ঠিক সে সময়ই খাবার টেবিলের পাশে একটি ইঁদুর দৌড়াদৌড়ি করছিল। কিন্তু এ ইঁদুর ধরার জন্য ক্যামেরনের পোষা বিড়াল ল্যারির কোনো ভ্রুক্ষেপই ছিল না। খাবার টেবিলের পাশে ইঁদুর দেখে ল্যারির এহেন অলস আচরণের কারণে মন্ত্রিসভার সদস্য ডানকান স্মিথ মজা করে ক্যামেরনকে বলেছেন, ‘কী ব্যাপার, আপনার ল্যারি কোথায়? আর কোন সময় তাহলে তাকে কাজে লাগাবেন?’ আর এ কথা শুনেই উপস্থিত অতিথিরা মজা করে ল্যারির পদত্যাগের দাবি তোলেন ক্যামেরনের কাছে।
এ বছরের ফেব্রুয়ারি মাসে ‘বেটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম’ থেকে চার বছর বয়সী বিড়াল এই ল্যারিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে নিয়ে আসা হয়।
সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, ল্যারি খুবই দুর্দান্ত ও শিকারি বিড়াল। অন্য একটি সূত্র জানিয়েছে, পাশের বাসায় থাকা মেইসি নামের অন্য একটি বিড়ালের সঙ্গে হেসে খেলেই বেশির ভাগ সময় কাটছে ল্যারির। রয়টার্স। প্রথম আলো
0 comments:
Post a Comment