‘ওয়াল স্ট্রিট দখল কর’ (অকুপাই ওয়াল স্ট্রিট) আন্দোলনের দুই মাস পূর্তির দিনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ৫০টি নগরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় তিন শতাধিক আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়।
নিউইয়র্কসহ লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস, বোল্টন, ওয়াশিংটন, ওরগান ও পোর্টল্যান্ড নগরেও আন্দোলনের বড় সমাবেশগুলো ছিল প্রধানত শান্ত। এখানে ওখানে পুলিশের সঙ্গে মৃদু সংঘর্ষ ছাড়া বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। পুলিশ ব্যারিকেড অমান্য করা এবং সড়ক পথ বন্ধ রাখার কারণেই ব্যাপক গ্রেপ্তারের ঘটনা ঘটে।
নিউইয়র্কে আন্দোলনকারীদের মূল কেন্দ্র জুকুটি পার্ক থেকে সকাল সাতটার দিকে প্রথম দফা মিছিল শুরু হয়। দ্রুত জড়ো হওয়া হাজার খানেক বিক্ষোভকারীকে ওয়াল স্ট্রিটের দিকে এগিয়ে যেতে দেখা যায়। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের দিকে শোভাযাত্রাটি যাওয়ার আগেই পুলিশের শক্ত ব্যারিকেডে আটকা পড়ে। এ সময় মিছিলকারীরা দল বেঁধে সড়ক পথে অবস্থান গ্রহণ করে। ড্রামের তালে তালে স্লোগান ওঠে ‘শাট ডাউন, ওয়াল স্ট্রিট’ (ওয়াল স্ট্রিট বন্ধ করো)। এ অবস্থায় দফায় দফায় জট পাকানো আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে এগিয়ে আসে পুলিশ। মাঝেমধ্যে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। নিজেদের ক্ষোভ, হতাশা আর প্রতিবাদের কথা জানাতে সমবেত আন্দোলনকারীদের মধ্যে কোনো সহিংসতার লক্ষণ দেখা যায়নি। এর মাত্র শ পাঁচেক গজ দূরত্বে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে লেনদেন ছিল স্বাভাবিক।
নিউইয়র্ক নগরের ভিন্ন ভিন্ন এলাকায় আন্দোলনকারীদের দিনভর সমবেত হতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে ম্যানহাটনের ফলি স্কয়ার হয়ে ওঠে আন্দোলনকারীদের মূল সমাবেশ ক্ষেত্র। ফলি স্কয়ার থেকে হাজারও আন্দোলনকারী ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজের দিকে এগিয়ে যেতে থাকলে উত্তেজনা দেখা দেয়। ব্রিজ অতিক্রম করার সময় আন্দোলনকারীদের মুখে স্লোগান ছিল, ‘আমরাই ৯৯ শতাংশ।’ ব্রিজ প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা আবার সমবেত হয় ফলি স্কয়ারে। ‘নতুন ধারার এ আন্দোলন স্তব্ধ করে দেওয়ার প্রয়াস চলছে। প্রাতিষ্ঠানিক সুবিধাবাদীদের সব চক্রান্ত এবং অপচেষ্টা মোকাবিলা করে আন্দোলন আরও ছড়িয়ে পড়বে’ এমন প্রত্যাশার কথা জানান বক্তারা।
দিনভর বিক্ষোভ সমাবেশ থেকে কমপক্ষে ৩০০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।
লস অ্যাঞ্জেলেস নগরে একদল বিক্ষোভকারী ব্যাংক অব আমেরিকা এবং ওয়ালস ফারেনা ব্যাংকের সদর দপ্তর ঘেরাও করে। এ সময় তারা ‘ব্যাংকে দেওয়া হয় ভর্তুকি আর জনগণকে করা হয় বিক্রি...’ এ ধরনের স্লোগান দিচ্ছিল। শিকাগো ও সিয়াটল নগরেও বড় ধরনের বিক্ষোভ সমাবেশের মাধ্যমে অকুপাই আন্দোলনের দুই মাস পূর্তি পালন করা হয়।
নিউইয়র্কে তাপমাত্রা এখন হিমাঙ্কের কাছাকাছি। প্রচণ্ড শীতের মধ্যেও জুকুটি পার্কে তাঁবু ফেলা যাচ্ছে না। গত দুই মাস থেকে আন্দোলনকারীদের বিছানাপত্র লাগাতার উচ্ছেদ করা হয়েছে পরিচ্ছন্ন অভিযানের নামে। এর পরও আন্দোলনকারীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার প্রশ্নে অনড়। দল বেঁধে হেঁটে যাওয়া, থেমে থেমে স্লোগান দেওয়া ও ক্রমাগত ড্রাম বাজানো চলছে। আশপাশের ফাস্টফুডের দোকান এখন আন্দোলনকারীদের শীতের আশ্রয়স্থল। পালা করে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে নিচ্ছে একদল, অপর দল আবার জুকুটি পার্কের আশপাশে অবস্থান নিয়েছে হাতে বা পায়ে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে।
উৎস প্রথম আলো
0 comments:
Post a Comment