গত রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরলান্ডোয় আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সভায় উপস্থাপন করা এক সমীক্ষার ফলাফলে এ তথ্য প্রকাশ করা হয়। তাইওয়ানের রাজধানী তাইপেতে অবস্থিত ভেটেরানস জেনারেল হাসপাতালের গবেষকেরা এ সমীক্ষা চালান।
সমীক্ষার ফল অনুযায়ী, গবেষকেরা দেখেছেন যে ব্যক্তি দন্তচিকিৎসক বা দাঁতের সুস্থ পরিচর্যা সম্পর্কে অভিজ্ঞ কাউকে দিয়ে নিয়মিত দাঁতের পরিচর্যা করান, তাঁর হূদেরাগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৪ শতাংশ কমে যায়। একই সঙ্গে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিও ১৩ শতাংশ কমে। গবেষকেরা সাত বছর ধরে লক্ষাধিক লোকের দাঁতের পরিচর্যার বিষয়টি পর্যবেক্ষণ করেন। এতে দেখা হয়, দুই বছরের মধ্যে তাঁরা কে কতবার দন্তচিকিৎসক দিয়ে দাঁতের পরিচর্যা করিয়েছেন।
ভেটেরানস জেনারেল হাসপাতালের হূদেরাগ বিশেষজ্ঞ এমিলি (জু-ইন) চেন বলেন, বছরে যারা অন্তত একবার দাঁতের পরিচর্যা করায়, তারা হূদেরাগ ও স্ট্রোকের ঝুঁকি থেকে অনেক নিরাপদ থাকে। তিনি বলেন, অভিজ্ঞ দন্তচিকিৎসক দিয়ে এ কাজ করালে জীবাণুজনিত দাঁত ব্যথার সমস্যা কমায়। এতে হূদেরাগ ও স্ট্রোকের ঝুঁকিও কমে। এএফপি।
0 comments:
Post a Comment