তাহমিমা আনাম (বাঁয়ে) ও তাঁর বইয়ের প্রচ্ছদসিঙ্গাপুর রাইটারস ফেস্টিভ্যালে গত শনিবার পুরস্কার কর্তৃপক্ষ প্রাথমিক তালিকাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। তালিকায় স্থান পেয়েছে জাপান, ইরান, চীন, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের ১২ জন লেখকের সদ্য প্রকাশিত ১২টি উপন্যাস। এ তালিকায় অন্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ইংরেজি ভাষার ঔপন্যাসিক অমিতাভ ঘোষের নতুন উপন্যাস রিভার অব স্মোক এবং জাপানি ঔপন্যাসিক হারুকি মুরাকামির ওয়ান কিউ এইটি ফোর।
তাহমিমা আনামের দ্য গুড মুসলিম এ বছরের মে মাসে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় প্রকাশিত হয়। ঢাকার প্রথমা প্রকাশন এর ইংরেজি সংস্করণ ও বাংলা অনুবাদ প্রকাশের উদ্যোগ নিয়েছে।
লন্ডনবাসী তাহমিমা আনামের প্রথম উপন্যাস দ্য গোল্ডেন এজ (সোনাঝরা দিন) ২০০৮ সালে সেরা প্রথম বই হিসেবে কমনওয়েলথ লেখক পুরস্কার লাভ করে। একাত্তরের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা দ্য গোল্ডেন এজ-এর পরে দ্য গুড মুসলিম তাহমিমা আনামের পরিকল্পিত ত্রয়ী উপন্যাসের দ্বিতীয় খণ্ড। মুক্তিযুদ্ধের পরের সময় থেকে আশির দশক পর্যন্ত বিস্তৃত সময়ের পটভূমিতে লেখা এ উপন্যাসে তুলে ধরা হয়েছে ধর্মনিরপেক্ষ মানবতাবাদ ও ধর্মভিত্তিক নৈতিকতাবোধের এক সমান্তরাল পথচলা।
হংকংভিত্তিক ম্যান এশিয়ান লিটারেরি প্রাইজ এশীয় লেখকদের জন্য একটি সম্মানজনক পুরস্কার হিসেবে স্বীকৃত। ইংরেজিতে লেখা বা অন্যান্য ভাষা থেকে ইংরেজিতে অনূদিত উপন্যাসের জন্য এ পুরস্কার প্রতিবছর দেওয়া হয়। এর অর্থমূল্য ৩০ হাজার মার্কিন ডলার।



0 comments:
Post a Comment