সম্প্রতি মাইক্রোসফটের গবেষকরা হলোডেস্ক নামে একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে ভার্চুয়াল থ্রিডির কোনো বস্তুকে ছুঁয়ে দেখার অনুভূতি মিলবে এবং ভার্চুয়াল থ্রিডির বস্তুটিও বাস্তব কোনো বস্তুর নিয়মেই আচরণ করবে।
উল্লেখ্য, মাইক্রোসফট কর্তৃপক্ষ এখনো নতুন এ প্রযুক্তি বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
জানা গেছে, এ প্রযুক্তিতে ওপরের একটি স্ক্রিন থেকে দ্বিমাত্রিক ছবি প্রজেক্টরের মাধ্যমে একটি নির্দিষ্ট স্থানে পড়বে। একটি কাইনেটিক ক্যামেরা ব্যবহারকারীর হাত বরাবর এ প্রজেক্টরের ওপর বস্তুর থ্রিডি ছবি দেখাবে। এদিকে, একটি ওয়েবক্যাম ব্যবহারকারীর মুখোভঙ্গি ট্র্যাক করে বস্তুটিকে তার স্পর্শানুভূতির নাগালে এনে দেবে। আর সবগুলো ডিভাইস একত্রে একটি এলগরিদম মেনে রিয়েল টাইমেই ভার্চুয়াল থ্রিডি বস্তুকে নিজের মতো করে অনুভবের সুযোগ দেবে।
ব্যবহারকারী নির্দিষ্ট এলাকায় হাত রেখে সামনে থাকা ট্রান্সপারেন্ট ডিসপ্লেতে বস্তুটি দেখতে পাবেন।
হলোডেস্ক প্রযুক্তি বিষয়ে মাইক্রোসফট রিসার্চ কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে এ প্রযুক্তিটি দেখানো হয়েছে।
গেম, শিক্ষা এবং ডিজাইনের ক্ষেত্রে এ প্রযুক্তিটি কাজে লাগাতে চায় মাইক্রোসফট। প্রযুক্তিটি এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment