যুক্তরাজ্যে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, দেশটির ২২ থেকে ২৯ বছর বয়সী নারীরা প্রতি ঘণ্টায় তাঁদের পুরুষ সহকর্মীদের চেয়ে বেশি বা প্রায় সমান বেতন-ভাতা পেয়ে থাকেন। বর্তমানে একজন নারী প্রতি ঘণ্টায় ১০ পাউন্ডের কিছু বেশি অর্থ উপার্জন করে থাকেন। অন্যদিকে পুরুষের প্রতি ঘণ্টায় ১০ পাউন্ডের চেয়ে কম উপার্জন করে থাকেন।
চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের আরেকটি জরিপে দেখা যায়, ২০ বছরের বেশি বয়সী নারী কর্মকর্তারা তাঁদের পুরুষ সহকর্মীদের চেয়ে বেশি বা সমান বেতন পান। এতে বলা হয়, এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত নারীদের বেতন ২ দশমিক ৪ শতাংশ বাড়ানো হয়েছে। আর পুরুষদের বেতন বাড়ানো হয়েছে ২ দশমিক ১ শতাংশ।
এ প্রসঙ্গে যুক্তরাজ্যের ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিশন সার্ভিসের প্রধান নির্বাহী মেরি কার্নক কুক বলেন, কর্মক্ষেত্রে এখন উচ্চশিক্ষিত ও দক্ষ নারীরা বেশি আসছেন। কুকের মতে, নারী যদি বেশি উপার্জন করেন, তাহলে সংসারে তাঁদের ভূমিকাও বদলাবে। কারণ বেশি আয় করেন বলে নারীরা কর্মক্ষেত্রে বেশি সময় দেবেন এবং তাঁর স্বামী সংসারে বেশি মনোযোগী হবেন। এতে সংসারে নারীর চিরাচরিত ভূমিকা বদলে যাচ্ছে এবং নারী হয়ে উঠছেন পরিবারের প্রধান কর্মক্ষম ব্যক্তি। এএনআই।
0 comments:
Post a Comment