আমরা নানা অসুখের জন্য হরেক রকমের ওষুধ খেয়ে থাকি। উপকারের পাশাপাশি ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়াও রয়েছে। কিন্তু হাসি এমন একটি ওষুধ যার কোন পার্শ্ব-প্রতিক্রিয়া নেই, যার জন্য কোন টাকাও খরচ করতে হয় না— অথচ হাসির রয়েছে বিভিন্ন রকমের উপকারিতা। উন্নত বিশ্বের অধিকাংশ মানুষ সব সময় হাসিমুখে উচ্ছ্বসিত থাকার চেষ্টা করেন। বাংলাদেশসহ আশেপাশের দেশগুলোতে এ সংস্কৃতি তুলনামূলকভাবে কম— হতে পারে অর্থনৈতিক অসচ্ছলতাই প্রধান কারণ। অথচ আমরা একটু হাসি-খুশী, দুশ্চিন্তামুক্ত ও উচ্ছ্বসিত থাকলে অনেক রোগ থেকেই মুক্তি পাওয়া সম্ভব। হাসির রয়েছে হরেক রকমের শারীরিক, মানসিক ও সামাজিক উপকারিতা এবং পুরো ব্যাপারটির রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। পশ্চিমা বিশ্বে হাসির অনেক উপকরণ রয়েছে বিশেষ করে নাইট-ক্লাব, ড্যান্স-ক্লাব, পাব ইত্যাদি। আমাদের দেশের সংস্কৃতি ভিন্ন হলেও কাজের ফাঁকে-ফাঁকে একটু হাসি-ঠাট্টা, বন্ধুদের সাথে আড্ডা, হাসির নাটক দেখা, সুযোগ থাকলে ক্লাবে খেলাধুলা করা, সহকর্মীদের সাথে হাসির গল্প করা, সময় থাকলে গান শুনা ইত্যাদি শারীরিক ও মানসিক প্রশান্তি আনয়নে সহায়তা করে। নিম্নে হাসির কিছু উপকারিতা বর্ণনা করা হলো :
ই-মেইল : ahasnat99@yahoo.com
0 comments:
Post a Comment