যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ভারমন্টের গবেষক ড. সারা সোলনিক জানিয়েছেন, সপ্তাহে মাত্র ২টি জমিয়ে রাখা ক্যানের পানীয় পান করলেই তরুণরা বন্ধুদের প্রতি আগ্রাসী মানসিকতা দেখায়। এমনকি সফট ড্রিঙ্ক বা কোমল পানীয় ৫ ক্যান বা তার বেশি খেলে অ্যালকোহল বা ধূমপানের প্রতি আসক্তি বেড়ে যায়।
গবেষক সোলনিক আরো জানিয়েছেন, যতো বেশি কোমল পানীয় পান করা হয় মনোভাব ততোই আগ্রাসী হয়ে উঠতে পারে। দেখা গেছে, যারা যতো বেশি কোমল পানীয়তে আসক্ত, তারা ততো বেশি আগ্রাসী এবং সঙ্গে অস্ত্র নিয়ে ঘোরার কাজটিও তারাই বেশি করে।’
গবেষকরা বলছেন, কোমল পানীয়ের সঙ্গে আগ্রাসী আর সহিংস মনোভাব বেড়ে যাওয়ার ঘটনাটি কেনো হয় এ বিষয়ে কোনো তথ্য এখনও তারা জানতে পারেননি। কোমল পানীয়তে চিনি থাকলেও চিনিই এর একমাত্র কারণ নাও হতে পারে বলেই গবেষকদের মত।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘ইনজুরি প্রিভেনশন’ সাময়িকীতে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment