শুধু ভিটামিন আর পুষ্টি না, মাছ সৌন্দর্য্যবর্ধনেও অনেক উপকারী। তবে এজন্য কাঠখড় পুড়িয়ে মাছ কোথাও মাখতে হবে না। শুধু খেলেই হবে।
‘পপাই-দ্য সেইলর ম্যান’ অনেক স্পিনাচ বা সবুজ শাক খেতো। তবুও তার মাথায় চুল ছিল কম। কিন্তু সে তো কার্টুন। সুস্থ চুলের জন্য বেশি করে শাক খেলে চুল নিয়ে চিন্তা কমে যাবে।
আমাদের নিয়মিত খাদ্যতালিকায় ডাল একটি অতি সাধারণ খাবার। কিন্তু আমরা অনেকে এর গুণাগুণ না জেনেই প্রতিদিন খেয়ে থাকি ডাল। ডালে যে ডালে যে প্রোটিন থাকে তা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
প্রোটিন এবং আয়রনের পাশাপাশি মুরগির গোশত মাথার ত্বকের কোষগুলোতে বাতাস এবং অক্সিজেনের চলাচলকে সহজ করে দেয়, যাকে বলে বায়োঅ্যাভেইলেবিলিটি।
পছন্দ-অপছন্দের প্রশ্ন তোলা যাবে না! চুলের সঙ্গে করা যাবে না কোনো সমঝোতা। সুস্থ ও সুন্দর চুলের জন্য ডিম অবশ্যই রাখতে হবে খাদ্য তালিকায়। কারণ এতে প্রোটিনের পাশাপাশি আছে ভিটামিন বি-১২ এবং চুলের স্বাস্থ্যের জন্য উপকারী বায়োটিন।
চুলের পরিচর্যার জন্য দই মাখা যায় চুলে। কিন্তু এটা নিয়মিত খেতে পারলেও তা চুলের জন্য ভালো। দই থাকা ক্যালসিয়াম, হোওয়ে এবং কেসইন নামের প্রোটিন চুলকে করে মজবুত এবং লম্বা।
গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চুলের ত্বকে সুস্থ রাখার পাশাপাশি মস্তিষ্ককেও করে পরিষ্কার। সুন্দর, আকর্ষণীয়, লম্বা চুলের জন্য সুস্থ ত্বক যেমন জরুরি, তেমনি সুস্থ চিন্তা এবং স্থিতিশীল মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজন পরিষ্কার মস্তিষ্কের।
0 comments:
Post a Comment