সুপারনোভা নিয়ে গবেষণা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের তিন গবেষক দেখতে পান- আমাদের এই মহাবিশ্ব কেবল স¤প্রসারিতই হচ্ছে না, এর গতি ক্রমশ বাড়ছে। সেই গবেষণার জন্য চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পাচ্ছেন তারা।
নোবেল কমিটি মঙ্গলবার এই পুরস্কারের জন্য সল পার্লমুটার ও অ্যাডাম জি রিজ এবং ব্রায়ান পি শ্মিদের নাম ঘোষণা করে।
৫২ বছর বয়সী পার্লমুটার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সুপারনোভা কসমোলজি প্রজেক্টের প্রধান। ৪৪ বছর বয়সী শ্মিদ অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির হাই-জেড সুপারনোভা সার্চ টিমের নেতৃত্ব দিচ্ছেন। আর ৪২ বছর বয়সী রিজ কাজ করছেন বাল্টিমোরের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনিস্টিটিউটের সুপারনোভা গবেষণা দলে।
১৪ বিলিয়ন বছর আগে এক মহাবিস্ফোরণের মধ্য দিয়ে এই বিশ্বধরার সৃষ্টি হয়েছিল- এমন ধারণা বিজ্ঞানীরা পেয়েছিলেন ১৯২০ এর দশকেই। তারা সেই মহাবিস্ফোরণের নাম দেন 'বিগ ব্যাং'। বিগ ব্যাংয়ের পর থেকেই যে মহাবিশ্ব স¤প্রসারিত হচ্ছে, সে ইংগিতও তারা পেয়েছিলেন। তবে সেই স¤প্রসারণের গতি যে ক্রমশ বাড়ছে- সেটাই দেখিয়েছেন এই তিন সুপারনোভা গবেষক।
চলতি বছরের মনোনয়নের ঘোষণায় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস লিখেছে, "কেউ বলেন, শেষ পর্যন্ত একটি জলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হবে এই মহাবিশ্ব। আবার কারো মতে, বিশ্বের শেষ পরিণতি হবে বরফ শীতল। এ বছর পদার্থবিদ্যায় নোবেল বিজয়ী তিন গবেষকের দেওয়া তথ্য সঠিক হলে- আমাদের ক্ষেত্রে দ্বিতীয়টিই ঘটবে।
"বেশ কয়েকটি নক্ষত্রের ধ্বংস মুহূর্ত পর্যবেক্ষণ করে এই তথ্য পেয়েছেন গবেষকরা। পৃথিবী থেকে তারা দেখতে পেয়েছেন, সেই সব নক্ষত্রের আলো উজ্জ্বলতর হওয়ার বদলে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে।"
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্মিদ রয়টার্সকে বলেন, "আমরা যে তথ্য পেয়েছি তা খুবই অদ্ভুত। বলতে বাঁধা নেই, আমরা একটু ভয়ও পেয়েছি।"
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের বিবৃতিতে জানানো হয়, চলতি বছরের পুরস্কারের অর্থমূল্য বাবদ এক কোটি সুইডিস ক্রোনারের অর্ধেক পাবেন পার্লমুটার। এছাড়া শ্মিদ ও রিজ বাকি ৫০ লাখ ক্রোনার ভাগ করে নেবেন।
এর আগে সোমবার চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের নোবেল বিজয়ী হিসেবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিন বিজ্ঞানী নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে কানাডিয়ান বিজ্ঞানী রল্ফ স্টেইনম্যানের নাম ঘোষণার পর জানা যায় দুদিন আগেই তিনি মারা গেছেন।
বুধবার রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি। শুক্রবার শান্তিতে, ১০ অক্টোবর অর্থনীতিতে এবং অক্টোবরের প্রথম দিকে সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৯৩০ ঘ.
0 comments:
Post a Comment