গবেষকরা
ফেসিয়াল করতে প্রচলিত পদ্ধতি বদলে ফেলার দিকেই জোর দিচ্ছেন। তাদের মতে,
ফেসিয়াল করতে প্রচলিত বোটক্সের মতো রাসায়নিক ব্যবহারের চেয়ে অল্পমাত্রায়
বৈদ্যুতিক শক দেয়াই বরং বেশি কার্যকর। এ পদ্ধতিতে স্রেফ ২১ দিনেই ত্বক থেকে
বয়স্কভাব চলে যায়। খবর ইয়াহু অনলাইন-এর।নিউইয়র্কভিত্তিক কসমেটিক সার্জন রবার্ট সোয়ার্জ ইলেকট্রিক ফেসিয়াল পদ্ধতিতে চিকিৎসা দিচ্ছেন। এ পদ্ধতিতে একটি ভেজা স্পঞ্জের মধ্যে দিয়ে স্বল্পমাত্রার বিদ্যুৎ চালনা করা হয়। এতে মুখের এবং ঘাড়ের পেশিগুলো উদ্দীপিত হয়।
বৈদ্যুতিক ফেসিয়াল ব্যবহার প্রসঙ্গে রবার্ট সোয়ার্জ জানিয়েছেন, ‘যার তিন বছরেরও বেশি সময় ধরে নিউরোটক্সিন ব্যবহার করছেন এবং জেনেটিকালি তার ত্বক ও মাংসপেশি পাতলা হয় তবে তার জন্য আমি ‘অ্যাঞ্জেলা’কে দেখতে বলবো।’
উল্লেখ্য, ‘অ্যাঞ্জেলা’ হচ্ছে মেটিক সার্জন রবার্ট সোয়ার্জ-এর একজন ক্লায়েন্ট যার ওপর তিনি নতুন এই পদ্ধতি প্রয়োগ করেছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment