রোমান
মিথলজিতে সাইক্লোপস নামের একচোখা দৈত্যের কথা শোনা যায়। গবেষকরা যদিও
বলেন, একচোখা কোনো প্রাণী কেবল মাতৃজঠরেই টিকে থাকতে পারে। বাস্তবে তাদের
অস্তিত্ব থাকার কথা নয়। গবেষকদের এ তথ্যকে ভুল প্রমাণ করেছে শার্ক।
সম্প্রতি গালফ অফ ক্যালিফোর্নিয়ায় জেলেদের জালে ধরা পড়া একটি শার্ক গবেষণা
করে বিশেষজ্ঞরা বলছেন, আদতে ‘সাইক্লোপস শার্ক’ প্রকৃতিতেও টিকে থাকতে পারে।
খবর এমএসএনবিসি-এর।গবেষকরা একটি মা শার্কের পেটে অস্ত্রোপচার করে একটি শিশু শার্কের সন্ধান পেয়েছেন যার মাত্র একটিই চোখ। এ চোখ তৈরি হয় ফাংশনাল অপটিক্যাল টিস্যু থেকে। গবেষকরা বলছেন, সাইক্লোপস শার্কটি প্রকৃতিতে টিকে থাকতে পারবে।
মেক্সিকোর হাঙর বিশেষজ্ঞ ফেলিপ গালভান মাগানা জানিয়েছেন, ‘একচোখা সাইক্লোপস শার্কের অস্তিত্ব দুর্লভ ঘটনা। এখন পর্যন্ত অস্বাভাবিক এমন ঘটনার মাত্র ৫০টির মতো রেকর্ড রয়েছে।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম



0 comments:
Post a Comment