ইতোমধ্যেই অন্তর্বাস ব্যবহার করে জাপানিরা জনসচেতনতামূলক অনেক কাজ করেছে। এর মধ্যে রয়েছে ধান চাষ থেকে শুরু করে দুর্গতদের জন্য সাহায্য পাঠানো পর্যন্ত।
জানা গেছে, জাপানে বয়লার এবং জেনারেটরে পুরোনো অন্তর্বাস জ্বালানি হিসেব ব্যবহার করা হচ্ছে। এ লক্ষ্যে ট্রিউম্ফ ইন্টারন্যাশনাল এবং ওয়াকল নামের দুটি প্রতিষ্ঠান দায়িত্ব নিয়েছে পুরোনো অর্ন্তবাস সংগ্রহের। সংগৃহীত অন্তর্বাস থেকে রিফিউজ পেপার অ্যান্ড প্লাস্টিক ফুয়েল (আরপিএফ) তৈরি হবে।
জাপানিরা ইতোমধ্যেই ৩ লাখ ৮০ হাজার পুরোনো অন্তর্বাস সংগ্রহ করে তা থেকে ৩২ টন জ্বালানি তৈরি করেছে।
জাপান আরপিএফ অ্যাসোসিয়েশন-এর ওয়েবসাইটে বলা হয়েছে, কয়লার চেয়ে অন্তর্বাস থেকে তৈরি জ্বালানির খরচ কম এবং শক্তি উৎপাদন করে বেশি। এ জ্বালানি ল্যামিনেটেড পেপার, ফিল্ম, পলিইথিলিন টেরেপথালেট (পিইটি বা পেট) বোতল তৈরিতে ব্যবহৃত হয়।
বিশ্লেষকরা বলছেন, পরিবেশের সুরক্ষা, সচেতনতা ছাড়াও জ্বালানির ওপর চাপ কমছে এ পদ্ধতিতে। তবে, জাপানি নারীরা তাদের অন্তর্বাস চুরি হয়ে যাওয়ার ভয়েও রয়েছেন!
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment