গত বৃহস্পতিবার এনটিসির যোদ্ধাদের হাতে ধরা পড়ার পর এ কথাই বলছিলেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। বিদ্রোহী যোদ্ধাদের মুঠোফোনের ভিডিওতে ধারণ করা এ দৃশ্য পরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হয়।
ভিডিওচিত্রে দেখা যায়, এ কথা বলার পর দৃশ্যপটে আর দেখা যায়নি গাদ্দাফিকে। শোনা যায় একটি গুলির শব্দ। ধারণা করা হচ্ছে, এটাই ছিল গাদ্দাফির শেষ কথা। পরে ভিডিওচিত্রে দেখা যায়, নিথর হয়ে পড়ে আছেন গাদ্দাফি।
ভিডিওতে ধারণ করা দৃশ্যে আরও দেখা যায়, সশস্ত্র যোদ্ধারা যখন কালভার্টের নিচ থেকে গাদ্দাফিকে টেনেহিঁচড়ে বের করছিল, সে সময় তিনি বলেন, ‘তোমরা যা করছ, ইসলামে তা করা যায় না। এটি নিষিদ্ধ।’ গাদ্দাফিকে বের করে ক্ষুব্ধ যোদ্ধারা যখন তাঁকে মারধর করছিল, তিনি বারবার এসব কথাই বলেছিলেন। একজন যোদ্ধা তখন তাঁকে বিশ্রী ভাষায় গালি দেয়।
বৃহস্পতিবার গাদ্দাফি যেভাবে ধরা পড়েন, এর বর্ণনা দিয়েছেন জিবরিল আবু সনাফ নামের তাঁর একজন কর্মী। তিনি এখন সির্তে বন্দী। সাংবাদিকদের আবু সনাফ বলেন, ‘আমি তখন সবার জন্য রান্না করছিলাম। এ সময় আমাকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হলো। আমি গাড়িবহরের পেছনের একটি গাড়িতে উঠে পড়ি। ওই গাড়িতে সামরিক লোকজন ছিল না। গাড়িবহরটি উপকূলের দিকে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু প্রতিরোধের মুখে ভিন্ন পথ বেছে নেয়।’
আবু সনাফ আরও বলেন, ‘বিমান হামলা যখন শুরু হয়, গাড়িবহর তার আগেই থেমে গিয়েছিল। তখন আমি শুধু অন্যদের সঙ্গে দৌড়াচ্ছিলাম। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল অনেক লাশ।’ ডেইলি মিরর অনলাইন।
0 comments:
Post a Comment