‘টিওট্রোনিকা’ রোবটটি তৈরি করছেন ইতালির উদ্ভাবক ম্যাটে সুজি।
‘টিওট্রোনিকা’র চোখের স্থানে ভিডিও-ক্যামেরা জুড়ে দিয়েছেন সুজি ফলে এটি চারপাশের সবার সঙ্গে যোগাযোগও করতে পারে।
উদ্ভাবকের দাবী প্রায় ৪ বছর সময় ধরে এবং ৪ হাজার ৭‘শ ডলারেরও বেশি খরচ করে তিনি ‘টিওট্রোনিকা’কে তৈরি করেছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment