অন্যদিকে বিচ্ছেদের পর মনের দিক দিয়ে পুরুষেরা নারীদের চেয়ে বেশি ভেঙে পড়েন। এমনকি তাঁদের খাওয়া-দাওয়া, ঘুমেরও ব্যাঘাত ঘটে। সম্প্রতি হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক জরিপে এমনটাই দেখা গেছে। ওই জরিপে দেখা গেছে, বিবাহবিচ্ছেদের পর ৪৮ শতাংশ পুরুষ খুবই নিঃসঙ্গ বোধ করে। অন্যদিকে নারীদের মধ্যে এই হার কম। ৩৫ শতাংশ নারী নিজেকে নিঃসঙ্গ মনে করে।
অবশ্য পুরুষের এই ভেঙে পড়াটা পুরোপুরি আবেগের কারণে নয়। বিবাহবিচ্ছেদের পর অর্থনৈতিক ধকলটা পুরুষকেই বেশি সামলাতে হয়। অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে নারীর জন্য ব্যাপারটা সে তুলনায় সহজ হয়ে দাঁড়ায়। বিচ্ছেদের পর নারী স্বামীর কাছ থেকে ভরণপোষণও আদায় করে নিতে পারেন। এ ছাড়া বিবাহবিচ্ছেদের ব্যাপারে বন্ধুবান্ধবদের কাছ থেকেও তাঁরা অনেক বেশি সহানুভূতি পেয়ে থাকেন।
লন্ডনের বিবাহবিচ্ছেদ-বিষয়ক আইনজীবী এডাম উইটকোভার ও ব্রস বেনেট অবশ্য এই জরিপের সঙ্গে পুরোপুরি একমত নন। তিনি বলেছেন, বিবাহবিচ্ছেদের পর অনেক নারীও পুরুষদের মতোই হতাশায় ভোগেন। কারণ তাঁদের অনেক বেশি ঝামেলার মুখে পড়তে হয়। প্রতিবেশী, বন্ধুবান্ধব, পরিবার সবাই বেশির ভাগ ক্ষেত্রে আঙুল তোলে নারীর দিকেই। তবে হিন্দুস্তান টাইমসের ওই জরিপ বলছে, এসব ঝামেলা সামলেও বিচ্ছেদের পর পুরুষদের চেয়ে বেশি শক্ত থাকেন নারীরাই। prothom-alo
0 comments:
Post a Comment