দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি মালয়েশিয়ায় পরিচালিত এক গবেষণা থেকে এ তথ্য উঠে এসেছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে সেন্টার ফর সাইন্স অ্যান্ড এনভায়রনমেন্ট এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে উপস্থিত গবেষকেরা বলেন, কয়েল জ্বালিয়ে মশা তাড়ানো গেলেও তা বিপুল সংখ্যক মানুষের স্বাস্থ্য হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
সন্দীপ সালভি বলেন, ‘অনেক মানুষই মশার কয়েলের ধোঁয়ার ক্ষতিকর দিকটি জানেন না। কিন্তু এতে ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ তিনি বলেন, ‘ঘরের মধ্যে যে বায়ু দূষণ হয়, তাও স্বাস্থ্যের জন্য ঝুঁকির একটি কারণ। তবে এ বিষয়ে সচেতনতার অভাব রয়েছে।’ Prothom alo
0 comments:
Post a Comment