সিগারেট ছেড়ে দেয়ার পুরো কোর্সটি মাত্র চার সপ্তাহের। প্রথম তিনদিন ৬টি করে ট্যাবলেট খেতে হবে। এরপর পর্যায়ক্রমে ট্যাবলেট খাওয়ার হার কমিয়ে দিনে মাত্র ২টি করে খেতে হবে এবং চার সপ্তাহ চলবে এই কোর্স।
সমপ্রতি এনএইচএস নিকোটিন চাহিদা প্রতিরোধে প্যাচ এবং চ্যামপিক্সের ওপর নজর দেয়; কিন্তু দেখা যায়, চ্যামপেক্স আত্মহত্যা প্রবণতা বাড়ায় এবং এটা খুব দামি। এছাড়া এটা মোট ১২ সপ্তাহ খেতে হয় এবং এর দাম ১৬০ পাউন্ড।
এর আগে মাদক ওয়াচডগ এই ওষুধটি ভালো বলেছিল। বর্তমানে মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং ক্যান্সার রিসার্চ যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছেন, ট্যাবেক্স ধীরে ধীরে সিগারেটের প্রতি বিতৃষ্ণা তৈরি করে। ৭৪০ জন রোগীর ওপর গবেষণা চালিয়ে তারা এ তথ্য জানান।
0 comments:
Post a Comment