সম্প্রতি
জানা গেছে, ভারতের কলকাতায় অপূর্ব নির্মাণশৈলীর এক আকাশছোঁয়া দালানের
নকশার কাজ চলছে। এ দালানটিই হবে ভারতের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে চমৎকার
ইমারত, যা কল্পনাকেও হার মানাবে বলেই নকশাবিদের দাবি। খবর ডেইলি মেইল-এর।দালানটির নির্মাণশৈলী মধ্যযুগের প্রেমের নির্দশন তাজমহলকেও নাকি হার মানাবে, অন্তত এমন রবই উঠেছে। আকাশছোঁয়া এই দালানটির নকশাটি নাকি অনেকটা স্পেস স্টেশন বা মহাকাশ স্টেশনের মতো।
নাম ‘অ্যাটমোস্ফিয়ার’। ৮০ টি পরিবার এখানে বাস করতে পারবে। থাকবে বিশাল টেরেস, প্রতিটি বাড়ির সামনেই থাকবে বিশাল বারান্দাও; এছাড়া বিশেষ একটি প্যানেলও থাকবে যা প্রতিটি অংশেই আলাদা বৈশিষ্ট্য এনে দেবে।
দালানটির বাইরের দেয়ালেও নাকি গাছপালা লাগানো যাবে, আর এর ফলে গাছপালায় সবুজ এই ইমারতটি হবে সুন্দরের সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব, স্বস্তিদায়ক আর আরামদায়কও বটে।
জানা গেছে, এবছরে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিভালে অ্যাটমোস্ফিয়ারের নকশাটি অন্যান্য নকশার সঙ্গে প্রতিদ্বন্দিতায় অংশ নেবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/



0 comments:
Post a Comment