জোসেফ টেম নামের এই জবস ভক্ত পেশায় টোকিওভিত্তিক একটি সোশ্যাল মিডিয়ার কনসালটেন্ট।
জোসেফ স্টিভ জবসকে সম্মান জানাতে হাতে আইফোন নিয়ে টোকিওর রাস্তায় নেমে পড়েন। এবং অ্যাপলের লোগো তৈরি করতে সে অনুসারে দৌড় শুরু করেন। এ সময় আইফোনে চালু করে রাখেন ‘রানকিপার অ্যাপ’ নামের একটি অ্যাপ্লিকেশন। দৌড় শেষে দেখা গেছে, জিপিএস ট্র্যাকিং পদ্ধতি তার দৌড়ের পথটিকে অ্যাপলের লোগো আকারেই দেখাচ্ছে।
স্টিভ জবস এর সম্মানে এমন অদ্ভুত কাণ্ড করার কারণ হিসেবে টম জানিয়েছেন, ‘অ্যাপলের আইফোন হাতে পাবার পর থেকেই টোকিওতে আমার জীবন পুরোটাই পাল্টে গেছে। আর এ অর্থ হচ্ছে আমি যেকোনো স্থানে যেতে পারি যেখানে পথ ভুল হবার কোনো আশংকা নেই।
টেম অ্যাপল সিইও স্টিভ জবসকে তার ধন্যবাদ জানিয়েছেন এবং সুস্বাস্থ্য কামনা করেছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment