আঁতকে ওঠার কিছু নেই। বর্জ্য বলতে, বিশেষ করে মানব বর্জ্য বলতে আমাদের কল্পনায় যা ধরা দেয়, এ বস্তুটি ঠিক তা নয়। নভোচারীদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে যে জলীয় বাষ্প বের হয়, সেটাই তরল আকারে ধরা আছে আড়াই ইঞ্চি আকারের একটি টিউবে। আর এ তরল প্রথম সফল চন্দ্রাভিযানের।
আরআরঅকশন কর্তৃপক্ষ জানিয়েছে, নিলামে তোলা বিশেষ বোতলটি ২.৫ ইঞ্চি লম্বা যার এক চতুর্থাংশ অ্যাপোলো ১১ মহাকাশে যাবার পর পরিস্কার তরলে পূর্ণ হয়েছিলো। এ বোতলটির গায়ে লেখা রয়েছে ‘অ্যাপোলো ১১, পোস্ট ফ্লাইট ওয়াস্ট ট্যাংক ৭২০জেড ৭/২৫/৬৯’
নিলামে আর যেসব পণ্য কেনা যাবে তার মধ্যে রয়েছে অ্যাপোলো ১৪ নভোযানে থাকা বাইবেল, নিল আর্মস্ট্রং-এর মহাকাশে লেখা একটি অক্ষর, অ্যাপোলো ১১ নভোযানের নভোচারী বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্সের স্বাক্ষর করা ফ্লাইট প্ল্যান।
নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, বিশেষজ্ঞরা এ বোতলটির বর্জ্যকে মুল্যবান উপাদান বলেই মনে করছেন। এ বর্জ্যরে বিড শুরু হবে ২০০ ডলার থেকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment