সম্প্রতি
একটি টিভি চ্যানেলের রান্না বিষয়ক প্রতিযোগিতামুলক অনুষ্ঠানের প্রধান
বিচারক হবার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলিউডি অভিনেত্রী মাধুরী দীক্ষিত। আর
এজন্য তিনি চ্যানেলটির কাছ থেকে পেয়েছেন ৫ কোটি ভারতীয় টাকা। খবর
হিন্দুস্তান টাইমস-এর। মাধুরী এই অনুষ্ঠানে সরাসরি রান্না না করলেও, প্রতিযোগীদের রান্না করা তদারকি করবেন এবং সেইসব রান্না করা খাবার চেখে দেখবেন।
মাধুরী মাঝে মধ্যে রান্না করবেন, তবে তা কথায়। মূলত রান্না ভালো করার জন্য প্রতিযোগীদের উপদেশ দেবেন তিনি। রান্না শেষে প্রতিযোগীদের তৈরি করা খাবার তিনি চেখে দেখবেন এবং নম্বর দেবেন। এখন দেখার বিষয় হলো, এই অনুষ্ঠান করতে গিয়ে মাধুরীর ওজন আরো বেড়ে যায় কিনা!
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/



0 comments:
Post a Comment