ডেইলি মেইলের বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, সত্তর বা আশির দশকের মায়েদের তুলনায় এখনকার মায়েরা ২৫ শতাংশ বেশি রান্নার রেসিপি জানেন। এখনকার মায়েদের কাছে রান্না কেবল একগুঁয়ে কাজ নয়। রান্নাকে তাঁরা করে তুলেছেন বৈচিত্র্যময়, চটকদার। প্রতিদিন উপহার দিচ্ছেন রকমারি খাবার।
আজকের নারী বা মায়েরা শুধু রান্নাঘরে বসেই রান্না করেন না। প্রযুক্তির কল্যাণে নিজেদের রান্নাকে তাঁরা ছড়িয়ে দিচ্ছেন সারা বিশ্বে। রান্না নিয়ে করছেন নিত্যনতুন পরীক্ষা-নিরীক্ষা। ভারত, চীন, থাইল্যান্ড, বাংলাদেশ প্রভৃতি দেশে রেডিও, টিভির বিভিন্ন অনুষ্ঠানে ‘সেলিব্রিটি শেফ’ হিসেবে যাচ্ছেন আজকের মায়েরা। এমনকি রান্না নিয়ে হচ্ছে হরেক রকমের প্রতিযোগিতা।
0 comments:
Post a Comment