০ ২৫ মিনিট আপনার বাগানে কাজ করম্নন খরচ হবে ১০৩ ক্যালোরি।
০ ২০ মিনিট প্রিয়জনের সাথে হাঁটুন। পুড়বে ১০২ ক্যালোরি।
০ আপনার সাথীকে ২২ মিনিট ধরে ম্যাসেজ করম্নন। পুড়বে ১০৩ ক্যালোরি।
০ সুতো বা উল বুনতে থাকুন আর টিভি দেখুন। খরচ করম্নন ১০২ ক্যালোরি।
০ বন্ধুদের কাছে কম্পিউটারে টাইপ করে ই-মেইল পাঠান। পুড়বে ১০০ ক্যালোরি ।
০আপনার প্রিয় কুকুরটির সঙ্গে খেলুন ৩৫ মিনিট ধরে। পুড়বে ১০০ ক্যালোরি।
০ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতায় মনোযোগ দিন। ক্যালোরি পুড়বে ১০৭ ক্যালোরি।
কাজের চাপ
না না কাজের চাপ শুধু আপনার মাথা যন্ত্রণা ঘটায় না ঘটায় যন্ত্রণার চেয়ে বেশি কিছু। দেখা যাচ্ছে কাজের চাপ আপনার ফ্যাটকে বাড়িয়ে দিচ্ছে। আমেরিকান জার্নাল অব এপিডিমোলজি এই তথ্যটি প্রকাশ করেছে সম্প্রতি। যার ফলে হার্টের রোগের চাপও বাড়তে থাকে। কাজের চাপ আপনার নার্ভাস এবং হরমোন সিস্টেমের ওপর অযথা চাপ ফেলে।
হতাশা আপনার হাড়কেও নরম করে দেয় যেসব মানুষ সাধারণত হতাশায় ভোগে তারা সাধারণত হাড়ের ৰয় রোগে ভুগে থাকে। বিজ্ঞানীরা ২৩২৭ জন হতাশাগ্রসত্ম ব্যক্তি এবং ২১১৪১ জন উৎফুলস্ন ব্যক্তির মধ্যে পার্থক্য বিচার করেন। তারা দেখেন যে হতাশাগ্রসত্মের হাড়ের মিনারেলের ঘনত্ব কমছে এবং হাড়ের ভঙ্গুরতা বাড়ছে। হচ্ছে অস্টিওপরেসিস।
0 comments:
Post a Comment