মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানায়, কুয়ালালামপুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সারামবান শহরের ওই ক্লাবের সুইমিংপুলে আরও আটজন সাঁতার কাটতে এসেছিলেন। তাদের মধ্যে একজন ছিল শিশু। অজগর দেখেও তারাও আতঙ্কিত হয়ে পড়ে। তবে সৌভাগ্যের বিষয় কেউ আহত হওয়ার আগেই অজগরটিতে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। ক্লাবের একজন কর্মকর্তা অজগরটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার কথা জানান।
ফায়ার সার্ভিস জানায়, আবহাওয়া অত্যন্ত গরম থাকায় অজগরটি পাশের জঙ্গল থেকে সুইমিংপুলে আসতে পারে। গরম আবহাওয়ার কারণে মালয়েশিয়ায় এখানে-সেখানে প্রায়ই অজগর দেখা যায়। সুইমিংপুল থেকে উদ্ধার করা অজগরটি কোন প্রজাতির তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে ফায়ার সার্ভিস কোন মন্তব্য করেনি। বাসস। Prothom alo
0 comments:
Post a Comment