নাওমির উপহার পাওয়া এ বাড়িটি অনেকটা মিশরীয় সভ্যতার ‘আই অফ হোরাস’ এর মতো। এ বাড়িটির অবস্থানও তুরস্কের ক্লিওপেট্রা আইল্যান্ডে।
বাড়িটি নকশা করেছিলেন স্প্যানিশ স্থাপত্যবিদ লুইস ডি গ্যারিডো। বায়োক্লাইমেটিক নকশায় তৈরি এ বাড়িতে পানি, বিদ্যুৎ বা খাবার উৎপাদনের সব রকমের ব্যবস্থা রয়েছে।
বাড়িটিতে ২৫টি শোবার ঘর এবং ৫টি লাউঞ্জ রয়েছে।
চোখের মতো আদল তৈরি করতে বাড়িটিতে বসানো হয়েছে ফটোভোল্টি প্যানেল যা বাড়িটির পুরো বিদ্যুতের যোগান দিতে পারে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 comments:
Post a Comment