![]() |
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তরা মঙ্গলবার এ খবর জানিয়েছেন। গত এক দশকে এটাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী খাদ্য সংক্রমণ।
এর আগে ২০০৮-২০০৯ সালে দুষিত বাদাম বাহিত সালমোনেলা প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে ৯ জন মারা যায় এবং প্রায় ৭শ মানুষ সংক্রমিত হয় বলে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সূত্রে জানা যায়।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৮টি রাজ্যে লিস্টেরিয়া প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।
মৃত ১৩ জনের মধ্যে চার জন মারা গেছে নিউ মেক্সিকোয়, দুজন কলরাডোতে, দুজন টেক্সাসে এবং কানসাস, মেরিল্যান্ড, মিসৌরি, নেব্রাস্কা ও ওকলাহোমায় একজন করে মারা গেছে।
অসুস্থতার সব ঘটনা ৩১ জুলাই অথবা ওই দিনের পর থেকে ঘটে।
কলরাডোর গ্রানাডায় জেনসেন ফার্ম নামের একটি কৃষি খামারের উৎপাদিত ফুটি থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে নিশ্চিত হয়েছে সিডিসি।
চলতি মাসের প্রথমদিকে জিনসেন খামারের উৎপাদিত দুষিত ফুটির নমুনা পরীক্ষা করে যুক্তরাষ্ট্রের খাদ্য ও অষুধ প্রশাসন ফুটিতে লিস্টেরিয়া মনোসাইটোজিনস্ (এক প্রকার ব্যাকটেরিয়া) সনাক্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/